নতুনরা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করবেন-১০ উপায়
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তা নিয়ে তরুণদের মাঝে আগ্রহের কোন শেষ নেই বরং উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে। আর তরুণদের এই উৎসাহ ও উদ্দীপনাকে কিভাবে অনলাইনে ইনকামের সাথে সম্পর্কিত করা সম্ভব তা নিয়েই আজকের আলোচনার বিষয়।
বর্তমানে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ অনলাইন ইনকামের মাধ্যমে জীবিকা নির্বাহ
করছেন। বাংলাদেশের জনগণও এ থেকে পিছিয়ে নেই। বর্তমান প্রযুক্তির এযুগে মানুষ
সর্বদাই কোন না কোন প্রযুক্তির সাথে যুক্ত বা নির্ভরশীল।
পোষ্ট সূচীপত্রঃ ঘরে বসে অনলাইনে ইনকাম করার ১০ উপায়
- নতুনরা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করবেন
- অনলাইন বিশ্বজগত বা পরিস্থিতি
- কিভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করবেন
- অনলাইনে ইনকাম করতে যা কিছু প্রয়োজন
- ঘরে বসে অনলাইনে ইনকাম করার ১০ উপায়
- ব্লগিং করে ইনকাম করার উপায়
- এফিলিয়েট মার্কেটিং করে ইনকামের উপায়
- কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করব
- ইউটিউব থেকে আয় করার উপায়
- কিভাবে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে হয়
- ড্রপ শিপিং করে ইনকাম করা
- গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম
- অনলাইনে কোর্স বিক্রি করে ইনকাম
- অনলাইনে টিউটর বা শিক্ষকতা করে ইনকামের উপায় ও সুবিধা
- ডিজিটাল মার্কেটিং করে আয়
- অনলাইনে ইনকামের উপায়ঃ শেষ কথা
নতুনরা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করবেন
বর্তমানে লক্ষ লক্ষ মানুষ খুব সহজেই অনলাইনের মাধ্যমে খুব ভালো পরিমাণ অর্থ
উপার্জন করছেন। চাইলেই যে কেউ খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে
অনলাইনে ইনকাম করতে পারেন। যদি আপনিও অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চান তবে এই
লেখাটি আপনার জন্যই। বর্তমানে মানুষের এই প্রযুক্তি বা অনলাইনের উপর নির্ভরতা
ইন্টারনেটে ইনকামের অনেক পথ তৈরি করেছে।
বর্তমান সময়ে প্রযুক্তি ছাড়া মানুষের জীবন যেন একেবারেই অচল। দিন যত যাচ্ছে
মানুষ যেন প্রযুক্তির সাথে তত বেশিই জড়িয়ে যাচ্ছে। যেমন মোবাইল ,ল্যাপটপ বা
কম্পিউটার ,স্মার্টওয়াচ ,ওয়াশিং মেশিন,এসি ইত্যাদি । এমনকি মানুষ এখন
ইলেকট্রিক সেলাই মেশিনও ব্যবহার করেন । অনলাইন ইনকামের খুটিনাটি সকল বিষয়ে
জানতে লেখাটি পড়ে আসুন।
এই অনুচ্ছেদটিতে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তার এ টু জেড আলোচনা
করব । আপনি এই সেক্টরে নতুন হলে এই অনুচ্ছেদটি আপনার আস্থাকে বাড়িয়ে তুলতে
সহায়তা করবে ইনশাআল্লাহ।
অনলাইন বিশ্বজগত বা পরিস্থিতি
সারাবিশ্ব অনলাইন ইনকামের সাথে অনেক আগে থেকেই জড়িত। আজ থেকে ১৫ বছর আগে
বাংলাদেশে অনলাইনে ইনকাম করা বেশ কঠিন ছিল। কিন্তু আজ অনলাইনে ইনকাম করা খুব
সহজ হয়ে গিয়েছে। শুধুমাত্র আপনার মানসিকতার পরিবর্তন হলেই অনলাইনে ইনকাম করা
সম্ভব। অনলাইনে ইনকাম করে অনেক পরিবার বর্তমানে বেশ সচ্ছল জীবন যাপন
করছেন।
সারা বিশ্বের সকল অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আইন বিচার, প্রশাসনিক
কার্যক্রম প্রায় সকল ক্ষেত্রই অনলাইনে চলছে। আপনি কেন এই সুযোগ হারাবেন। আশা
করা যায় উক্ত আলোচনার মাধ্যমে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা
যায় তার সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। এখন চলুন আমরা জেনে নেই অনলাইনে
কিভাবে ইনকাম করবেন। দক্ষতা ছাড়াই ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় সমূহ
বলে দেওয়া হবে।
আরো পড়ুনঃ বাংলায় আর্টিকেল লেখার টি কার্যকরী টিপস
কিভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করবেন
বর্তমানে অনলাইনে ইনকাম এখন আর কারো কাছে নতুন কোন বিষয় নয়। স্বাধীনভাবে কাজ
করার একটি সহজ মাধ্যম হলো অনলাইনে ইনকাম করা। যা ঘরে বসে যে কেউ খুব
সহজেই অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারে। কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা
যায় তার জন্য তেমন কিছু প্রয়োজন নেই। শুধু মেধাকে কাজে লাগিয়ে নিজেকে
দক্ষ করে গড়ে তুলতে হবে।
আপনি ছেলে না মেয়ে, ছাত্র-শিক্ষক, চিকিৎসক বা অন্য যেকোন পেশাজীবি হউন আপনি এ
বিভাগ থেকে প্রথম থেকেই একটি ভালো আয় করতে পারবেন। আমরা বিভিন্নভাবে আমাদের
সময়কে ব্যয় করি যেমন ফেসবুকিং করে ,ইউটিউব চালিয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়ার
মাধ্যমে। আপনি চাইলেই এই সময় থেকে কিছুটা সময় বাঁচিয়ে নিজেকে অনলাইনে ইনকাম
এর দিকে মননিবেশ করতে পারেন।
আপনি যদি ছাত্র হয়ে থাকেন তবে নিজের খরচ নিজে বের করে এনে নিজেকে প্রতিষ্ঠা
করার আনন্দটাই আলাদা বা বেশ উপভোগ্য। আপনার পড়ালেখা বা জবের পাশাপাশি আপনার
অবসর সময়কে কাজে লাগিয়ে এই পথে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। আর কোন কাজের
ভিতর ঢুকে পড়লে ,নিজেকে ব্যস্ত রাখলে খারাপ দিকে আপনার মনোননিবেশ হবেনা। কথাই
বলে "অলস মস্তিষ্ক শয়তানের কারখানা"।
অনলাইনে ইনকাম করতে যা কিছু প্রয়োজন
অনলাইনে ইনকাম শুরু করতে তেমন কিছুই লাগেনা। শুধুমাত্র
- ডিজিটাল ডিভাইস
- ইন্টারনেট সংযোগ
- সর্বোপরি কাজ করার অদম্য ইচ্ছা শক্তি
এই তিনটির সমন্বয়েই আপনি আপনার অনলাইনে ইনকামের জার্নি শুরু করতে পারেন। কি কি
উপায়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এখন তা নিয়ে আলোচনা করা যাক। কিভাবে
অনলাইনে টাকা ইনকাম করা যায় তার জন্য নিম্নের যেকোনো একটি বিষয়ে
স্কিলড হয়ে আপনি আপনার ইনকামের যাত্রা কে শুরু করতে পারেন।
ঘরে বসে অনলাইনে ইনকাম করার ১০ উপায়
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তা নিয়ে সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন
এবং এর উপায় খুঁজে পাওয়া যেন এক দুরূহ ব্যাপার বলে মনে করেন। আর এই
দুরূহ ব্যাপারকে সহজ করে দিতে আমাদের এই আর্টিকেলটি আপনাকে বেশ সহায়তা
করবে। অনলাইনে ইনকাম করার অনেকগুলো পথ রয়েছে এর মধ্যে কিছু ভালো এবং কিছু
খারাপ পথও রয়েছে।
আপনি স্বচ্ছ বা নিশ্চিন্ত ভাবে ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় সম্বন্ধে
বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অনলাইনে ইনকামের যে ১০ টি উপায়
সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছি তা হল>>
ব্লগিং করে ইনকাম করার উপায়
বিভিন্ন ফ্রী ব্লক সাইট থেকে খুব সহজে একটি ব্লগ সাইট তৈরি করতে পারবেন। যদি
আপনার নিজের কোন ওয়েবসাইট থাকে তার মাধ্যমে ব্লগিং শুরু করতে পারেন। নিজস্ব
ওয়েব সাইটের মাধ্যমে ব্লক তৈরি করে ইনকাম করা সবচেয়ে ভালো উপায়। ব্লগে সাধারণত
বিভিন্ন তথ্য বা আর্টিকেল পাবলিশ করা হয়। এতে যখন আপনার অনেক ভিজিটর বাড়বে
তখন আপনি গুগল এডসেন্স বা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ঘরে বসে
খুব অনায়াসে আয় করতে পারেন।
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তার সবচেয়ে সহজ উপায় হলো ব্লগিং-এ
লেখালেখি করার মাধ্যমে ইনকাম করা। আপনি লেখালেখিতে আগ্রহী হলে ঘরে বসে ইনকাম
করার সবচেয়ে ভালো মাধ্যম হলো ব্লগিং করে ইনকাম করা। আর এই ব্লগিং কে কাজে
লাগিয়ে কমপক্ষে মাসে ২০ হাজার টাকা ইনকাম করার উপায় হিসেবে গ্রহণ করতে পারেন
। একটি ব্লকসাইটে সাধারণত যেভাবে ইনকাম করা যায়--
- বিজ্ঞাপন দেখিয়ে
- ব্লগ পোস্ট বা আর্টিকেল বিক্রি করে
- পণ্য বা সেবা বিক্রি করে
- আর্টিকেল লিখে টাকা ইনকাম করা ইত্যাদি
- অর্ডিনারি আইটি
- টেকটিউন্স
- গ্রাথর ডটকম
- জেআই টি
- বোর বাংলা ইত্যাদি
আরও পড়ুনঃ বাংলায় আর্টিকেল লিখে ইনকাম
এফিলিয়েট মার্কেটিং করে ইনকামের উপায়
অনলাইন থেকে ইনকাম করার আরেকটি সহজ উপায় হলো এফিলিয়েট মার্কেটিং।
এফিলিয়েট মার্কেটিং হল অন্যের প্রোডাক্ট বা সেবা আপনার ওয়েবসাইটে প্রচার
করে বিক্রি করার মাধ্যমে কমিশন নেয়া। যারা ঘরে বসে, শুয়ে, ঘুমিয়ে অলস
ভাবে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এফিলিয়েট মার্কেটিং বেস্ট।
অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
কোন কোম্পানি বা খুচরা বিক্রেতা তার পণ্যের পরিষেবা বা ব্রান্ড প্রচার ও
বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন অনলাইন মার্কেটারদের কাছে সাহায্য নিয়ে
থাকে। যখন কোন ব্যক্তি বা কোম্পানি তার প্রোডাক্ট সমূহকে আরও বৃহত্তর
পরিসরে প্রচার বা বৃদ্ধির জন্য এফিলিয়েট প্রোগ্রাম তৈরি করেন তখন তারা
বিভিন্ন ওয়েবসাইট ব্লগ ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি কমিশন
চুক্তির মাধ্যমে এটি চালু করে।
ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় হিসেবে বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং
সাইটে মার্কেটার হিসেবে জয়েন করে আপনি প্রোডাক্ট প্রতি ৫ % - ১০% পর্যন্ত
কমিশনে ইনকাম করতে পারবেন। এর চেয়েও বেশি কমিশনে ইনকাম করতে চাইলে আপনি
কিছু বাংলাদেশী ডোমেন হোস্টিং কোম্পানিতে এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে
ইনকাম করতে পারেন। বাংলাদেশের বেশ কিছু এফিলিয়েট মার্কেটিং হল দারাজ
, বিডিশপ , রকমারি , সহজ এফিলিয়ট ,টেন মিনিট স্কুল ইত্যাদি।
কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করব
ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করার অন্যতম প্রধান উপায় হল ফ্রিল্যান্সিং
এর মাধ্যমে ইনকাম করা। ঘরে বসে আয় করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে --
- কোন কোন ধরনের সার্ভিস প্রদান করে আপনি ইনকাম করতে পারবেন তা জানতে হবে
- অতঃপর আপনি এ সার্ভিস গুলো কোথায় প্রদান করবেন যার মাধ্যমে আয় করা যায় সেই বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
- আপনি এই ইনকামের টাকা কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন তারও স্পষ্ট ধারণা থাকা উচিত
- প্রথমত অনলাইনে যে সব সার্ভিস প্রদান করা হয়ে থাকে তন্মধ্যে গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি।
- দ্বিতীয়ত আপনার সার্ভিস গুলো প্রদান করার জন্য বিভিন্ন ধরনের অনলাইন মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে আপওয়ার্ক,ফাইবার, ফ্রিল্যান্সার ডটকম, পিপল পার আওয়ার ইত্যাদি অন্যতম। এইসব মার্কেটপ্লেসে আপনি ঘন্টা হিসেবে বা গিগ সার্ভিস প্রধানের মাধ্যমে আপনার কাজের দাম নির্ধারণ করে বায়ারকে কনভেন্স করে কাজের অনুমোদন নেয়া সাপেক্ষে আপনি আপনার আয় নিশ্চিত করতে পারেন।
- তৃতীয়ত ঘরে বসে আপনার সার্ভিসকে পারফেক্ট ভাবে বাইরের কাছে উপস্থাপন করে বিভিন্ন অনলাইন পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আপনার আয়কে নিজের কাছে আনতে পারবেন।
কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তার যত উপায় আছে তার মধ্যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ ও চাহিদা সম্পন্ন সহজ উপায় হল ফ্রিল্যান্সিং করে ইনকাম করা।
ইউটিউব থেকে আয় করার উপায়
বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম সেরা ও জনপ্রিয় মাধ্যম হল ইউটিউব
থেকে ইনকাম করা। ইউটিউবে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করা যায় যেমন
শিক্ষা,খাদ্য,কৌতুক,প্রযুক্তি,রান্নার রেসিপি,তথ্যবহুল সহ আরো অনেক ক্যাটাগরী
রয়েছে। আপনার দক্ষতা অনুযায়ী আপনার একটি বিষয় নির্বাচন করবেন এবং একটি
ইউটিউব চ্যানেল খুলবেন। ইউটিউবে ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল খোলার পর
আপনার তৈরি করা ভিডিও নিয়মিত আপলোড দিতে হবে।
আরও পড়ুনঃ নিজেকে স্মার্ট ও সতেজ রাখতে
এসব ভিডিও এর যত বেশি ভিউ হবে তত বেশি ভিউ আওয়ার বাড়বে। আপনার চ্যানেল থেকে
ইনকাম পেতে (নির্দিষ্ট সংখ্যক) ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘণ্টা ওয়াচ
টাইম পূর্ণ হতে হবে। আপনার ভিডিও অবশ্যই সৃজনশীল ও মানসম্পন্ন হতে হবে নতুবা
ভিউ বাড়ানো যাবে না বরং কমে যাবে। এতে আপনার ইনকামের উপর প্রভাব পড়বে। এমনকি
আপনার ইউটিউব চ্যানেল ধীরে ধীরে ডাউন হবে।
আপনার তৈরি কৃত ভিডিও এর ভিউ আওয়ার ও বিজ্ঞাপন দেখার মাধ্যমে ইউটিউব থেকে আয়
করতে পারেন । কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তার আরও একটি জনপ্রিয়
মাধ্যম হল ইউটিউব বা ভিডিও বানিয়ে ইনকাম। এজন্য আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই
বিষয় সম্পর্কে বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড এর মাধ্যমে
অতি সহজেই ইনকাম করতে পারেন।
কিভাবে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে হয়
আপনি আপনার নিজস্ব একটি ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারেন। এজন্য আপনার প্রয়োজন হবে ডোমেইন নেইম, হোস্টিং, থিম ইত্যাদি
যাকে আপনি আপনার নিজের মত করে সাজাতে পারেন। অতঃপর আপনার পছন্দনীয় টপিকের
উপর নিজ ভাষায় ও সাবলিল আর্টিকেল লিখে পাবলিশ করুন। ধীরে ধীরে আপনার
ভিজিটর বাড়বে তখন আপনি গুগল এডসেন্স পাবেন যার মাধ্যমে বিভিন্ন এ্যাড
দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
ড্রপ শিপিং করে ইনকাম করা
ড্রপ শিপিং করে ইনকাম করা নতুনদের জন্য একটি সহজ পদ্ধতি। নির্দিষ্ট স্থান
থেকে স্বল্পমূল্যে প্রোডাক্ট কিনে নিজ ওয়েবসাইটে বেশি মূল্যে বিক্রয় করার
পদ্ধতি হলো ড্রপ শিপিং। প্যাসেভ ইনকাম করার এক অন্যতম মাধ্যম বা
উপায় ড্রপ শিপিং করে ইনকাম করা।
যেভাবে ড্রপ শিপিং কাজ করে
ড্রপ শিপিং একটি সহজ প্রক্রিয়া। নিম্নলিখিত পদক্ষেপ গুলো অনুসরণ করার
মাধ্যমে আপনি আপনার এ ড্রপ শিপিং ব্যবসাকে পরিচালনা করতে পারেন।
- এমন পণ্য আপলোড করা- যার খুচরা বিক্রেতা তার ওয়েবসাইটে পণ্য গুলো বিক্রয় করতে চাই
- গ্রাহকগণ ওয়েব সাইটে যান পণ্যগুলো দেখেন পছন্দ করেন এবং একটি অর্ডার দিয়ে যান
- খুচরা বিক্রেতা অর্ডার গ্রহণ করেন এবং সরবরাহকারীকে একই অর্ডারের বিবরণ বর্ণনা করেন
তৃতীয়পক্ষ
- সরবরাহকারী পণ্যটি প্যাক করে
- পণ্যটির অনলাইন স্টোর এর লেভেলিং করেন এবং ব্র্যান্ডিংসহ পণ্যটি শিপ করেন
যারা নতুন কিছু করতে চান তাদের জন্য একটি দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া হল
ড্রপ শিপিং। ড্রপ শিপিং এর সবচেয়ে বড় সুবিধা হল এতে অল্প পরিমাণ মূলধনের
প্রয়োজন হয়।কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় তার আরো একটি সহজ ও
সুবিধাবান্ধব পথ হল ড্রপ শিপিং করে ইনকাম করা।
গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম
ঘরে বসে ইনকাম করার অন্যতম সেরা মাধ্যম হলো গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স
ডিজাইন শিখে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আয় করা যায় । মার্কেটপ্লেসে
গিগ প্রকাশ করার আগে অবশ্যই আপনাকে এ কাজে বেশ দক্ষ হতে হবে। বর্তমানে
গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতা বৃদ্ধি ও কাজের সঠিক উপস্থাপনার মাধ্যমে আপনি এ
সেক্টর থেকে প্রচুর আয় করতে পারেন।
কারণ বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। এই সেক্টরের প্রধান
কাজ গুলোর মধ্যে অন্যতম হলো প্রতিষ্ঠানের জন্য লোগো বানানো ,ব্যানার ,পোস্টার
ফেস্টুন তৈরি করা। এছাড়াও বর্তমানে ফেসবুক ও ইউটিউব এর জন্য বিভিন্ন ধরনের
থাম্বনেলের প্রয়োজন হয় যা এই গ্রাফিক্স ডিজাইনারাই করে থাকেন।
আরও পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট-২০ উপায়ে
অনলাইনে কোর্স বিক্রি করে ইনকাম
আপনি যদি নির্দিষ্ট কোন বিষয়ের উপর দক্ষ হয়ে থাকেন তাহলে সেই বিষয় নিয়ে
একটি পরিপূর্ণ ভিডিও ধারণ করে কোর্স হিসেবে অনলাইনে বিক্রি করতে পারেন। মনে
করুন আপনি লেখালেখি করতে পারেন তবে আপনি আর্টিকেল রাইটিং বিষয়ে একটি ভিডিও
তৈরি করবেন । অতঃপর এই কোর্সটি প্রচার প্রচারনার মাধ্যমে কিভাবে এর বিক্রয়
বৃদ্ধি করা যায় সে বিষয়ে দক্ষতা অর্জন করে যত বেশি বিক্রি করা যায় তত বেশি
ইনকাম করা যাবে।
অনলাইনে টিউটর বা শিক্ষকতা করে ইনকামের উপায় ও সুবিধা
অনলাইন টিউটার হল দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে যেকোন শিক্ষার নির্দেশনা
প্রদান করা। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে শিক্ষকগণ
শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের সাথে জড়িত। দিন দিন অনলাইন শিক্ষা ব্যবস্থা খুব
জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এতে খরচ, সময় ,অধিক ছাত্র-ছাত্রীকে একত্রে শিক্ষা
দেওয়াকে সহজতর করেছে।
এছাড়া শিক্ষার্থীর সবচেয়ে বড় সুবিধা হল ডিজিটাল মাধ্যমে টিচিং করার
সময় শিক্ষার্থী যদি ভিডিওটি রেকর্ড করে রাখেন তবে
শিক্ষার্থী পরবর্তীতে যে অংশে সমস্যায় পড়বেন সেখান থেকে ভিডিওটি
পুনরায় দেখার মাধ্যমে সহজেই সমাধান খুঁজে পাবেন।
শিক্ষার্থী বাসায় যখন একাকি পড়াশোনা করেন তখন সমস্যায় পড়লে টিচারের পরের
দিনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ভিডিওটি পুনরায় নিজে নিজে দেখে এর
সমাধান সহজেই খুঁজে বের করা সম্ভব। এসব কারণে অনলাইনে টিউটর এর চাহিদা
দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি অনলাইনে টিউটর হতে চান তবে এটি খুব কঠিন কিছু
নয়।
ডিজিটাল মার্কেটিং করে আয়
ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার
করে কাস্টমারের কাছে আপনার পণ্যের তথ্য দেয়ার একটি উপায়। মার্কেটিং এর মূল
কাজ হচ্ছে পণ্য সঠিক সময়ে সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়া বা জানিয়ে দেওয়া।
বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইনে সময় ব্যয় করে থাকেন। যেকোনো ব্যবসাকে
প্রচার ও প্রসারের জন্য ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো মার্কেটিং
করা।
দিন বদলের সাথে সাথে মার্কেটিং এর ধর্মও বদলে গেছে। বর্তমান যুগ ডিজিটালাইজ
যুগ। সুতরাং এই ডিজিটাল প্ল্যাটফর্ম কে ব্যবহার করে মানুষ ব্যবসা করতে
এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। যারা ক্রয় করতে চান তারা দোকানে দোকানে না
ঘুরে বা মার্কেটে মার্কেটে না ঘুরে অনলাইনের মাধ্যমে জিনিস ক্রয় করতে পছন্দ
করে থাকেন বা ক্রয় করে থাকেন। ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় গুলোর
মধ্যে অন্যতম সেরা উপায় হল ডিজিটাল মার্কেটিং।
অনলাইনে ইনকামের যত পথ রয়েছে তার মধ্যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সবার কাছে
অতি পছন্দনীয় ও লোভনীয় একটি পেশা। কারণ খুব সহজেই এবং বিনা পুঁজিতে যে কেউ
নিজের স্কিলড ডেভেলপ করে ইনকাম করতে পারেন। ফলে ছাত্ররা এই মাধ্যমকে ব্যবহার
করে খুব সহজেই তার প্রয়োজনীয়তা পূরণ করাতে পারেন।
ডিজিটাল মার্কেটিংকে দুই ভাগে ভাগ করে যায়।
- অনলাইন মার্কেটিং
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO
- সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM
- কন্টেন্ট মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM
- পে-পার ক্লিক এডভারটাইজিং বা PPC
- এফিলিয়েট মার্কেটিং
- ই-মেইল মার্কেটিং
- সিপিএ মার্কেটিং বা CPA
-
অফলাইন মার্কেটিং
- ইনহান্স অফলাইন মার্কেটিং (এলইডি, টিভি অ্যাড ইত্যাদি)
- রেডিও মার্কেটিং
- টেলিভিশন মার্কেটিং
- ফোন মার্কেটিং
অনলাইনে ইনকামের উপায়ঃ শেষ কথা
ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায়ের গুরুত্বপূর্ণ ১০ টি বিষয় নিয়ে আমরা
বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি অনলাইনে ইনকামের উপায় সম্বন্ধে সামান্যতম
হলেও কিছু জানাতে পেরেছি। আসলে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে অনলাইনে
ইনকামের ধারণা দেয়া। যেন আপনি নিজেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন
আপনি কোন বিষয়ে স্কিল্ড হবেন।
এখানে আরো একটি কথা উল্লেখযোগ্য যে উপরের যে কোন একটি বিষয়ে স্কিলড হয়ে
আপনি মাসে কমপক্ষে মাসে ২০ হাজার টাকা ইনকাম করার উপায় জেনে ফেলেছেন।
পরবর্তীতে আমরা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর যে বিভিন্ন পার্টগুলো
রয়েছে সে পার্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা আমাদের এই
ওয়েবসাইটের সাথে যুক্ত থেকে সকল বিষয়ে সঠিক ধারণা নিয়ে নিজেকে আরও
স্ক্রিলড ও ডেভেলপ করতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url